শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারে জাতির পিতা বঙ্গব্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও জেলা পুলিশের সার্বিক ব্যবস্থাপনায় মুজবশতবর্ষ দাবা লীগের সমাপনী ও পুরুস্কার বিতরণী অনুষ্টিত হয়েছে। রোববার বিকেলে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম। পুরুস্কার বিতরণী অনুষ্টানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদের চেয়াম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, সদর উপজেলা নির্বহী অফিসার সাবরিনা সুলতানা।
টুর্নমেন্টে ৮টি দলের অংশগ্রহন করে। এর মধ্যে চ্যাম্পিয়ন, রানার আপ ও তৃতীয় স্থান প্রাপ্ত দলের হাতে পুরস্কার তোলে দেন অথিতিরা।