শ্রীমঙ্গল (মৌলভীবাজা) প্রতিনিধি:
মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অক্্িরজেন ট্যাংক স্থাপণ করা হয়েছে। রোববার (২৪ অক্টোবর) সকালে সেন্ট্রাাল অক্্িরজেন প্ল্যান্ট (ারব)এর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্টানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য মো. নেছার আহমদ এমপি। ডা. কে. এম হুমায়ূন কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জহুরা আলাউদ্দিন, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) সিলেটের হিমাংশু লাল রায়, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মিছবাহুর রহমান, মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, পৌর মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা পবিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন মৌলভীবাজার এর সভাপতি ডা. সাব্বির হোসেন ও ডা. বিনেন্দু ভোমিক প্রমূখ। এছাড়াও মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের অন্যান্য ডাক্তার ও নার্সরা এসময় উপস্থিত ছিলেন।