নাটোর প্রতিনিধিঃ নাটোরের লালপুরে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃত্ব, সকল ধর্মের প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতি প্রতিষ্ঠান, শিক্ষক-ছাত্র ও সাংবাদিকসহ সকলকে নিয়ে র্যালী ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে নর্থ বেঙ্গল সুগার মিলস স্কুল মাঠ থেকে একটি সম্প্রীতি র্যালী বের হয়। র্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে গোপালপুর কড়ইতলায় গিয়ে শেষ হয়।
র্যালী শেষে গোপালপুর কড়ইতলায় শহীদ স্মৃতিস্তম্ভে উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে বক্তব্য দেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহক আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার, লালপুর থানার ওসি ফজলুর রহমান, গোপালপুর পৌর মেয়র রোকসানা মোর্ত্তজা লিলিপ্রমুখ। এসময় নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য উপাধ্যক্ষ বাবুল আকতার, নাটোর জেলা পরিষদের সদস্য বদিউর রহমান বদর, লালপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার বানুসহ বিভিন্ন স্থরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।