সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ পাবনার সুজানগরের সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন’র এক বিশাল নির্বাচনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা রাতে সাধারণ জনতার উদ্যোগে উক্ত ইউনিয়নের কাদোয়া উচ্চ বিদ্যালয় মাঠে ঐ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বদলীয় শত শত জনগণ উপস্থিত হন। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন। যুবলীগ নেতা শাহজাহান সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক হেলাল উদ্দিন, আ’লীগ নেতা আমজাদ হোসেন, আব্দুল মতিন, সুবহান প্রামাণিক, শহীদুর রহমান মাস্টার ও ছাত্র নেতা ফরিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন আলমগীর হোসেন মাস্টার। প্রধান বক্তা আবুল হোসেন উপস্থিত জনগণের উদ্দেশে বলেন ইতিপূর্বে চেয়ারম্যান নির্বাচিত হয়ে নিঃস্বার্থভাবে ইউনিয়নবাসীর কল্যাণে কাজ করেছি। আসন্ন নির্বাচনে আপনাদের মূল্যবান ভোটে আবার চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে সকল প্রকার নাগরিক সুবিধা নিশ্চিত করার পাশাপাশি সুখে-দুঃুখে আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ।