সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ আগামী ১১নভেম্বর পাবনার সুজানগরের ১০ইউপি নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের জয়যুক্ত করার লক্ষে গতকাল শনিবার উপজেলা আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠিত ঐ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। এতে অন্যদের মধ্যে পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদের রোকন, কার্যকরী সদস্য এডঃ শাহজাহান আলী খান, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা এবং আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।