সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ পাবনার সুজানগরে পাখি শিকার করা নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা রাতে স্থানীয় বে-সরকারি স্বেচ্ছাসেবী সংগঠন এসো দেশকে ভালবাসি’র উদ্যোগে এবং উপজেলা বনবিভাগের সহযোগিতায় উপজেলার ভাটপাড়া গ্রামের একটি মাঠ থেকে ঐ জাল উদ্ধার করা হয়। উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম জানায়, সন্ধ্যা ৭টার দিকে কতিপয় অসাধু পাখি শিকারী ঐ মাঠে নিষিদ্ধ কারেন্ট জালের ফাঁদ পেতে বকসহ বিভিন্ন ধরনের দেশি পাখি শিকার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা বন কর্মকর্তা নূরুল ইসলামের নেতৃত্বে এসো দেশকে ভালবাসি সংগঠনের একটি দল বিশেষ অভিযান চালিয়ে ঐ জাল উদ্ধার করে। পরে উদ্ধারকৃত জাল উপজেলার রাইপুর মোড়ে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। #