সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ আগামী ১১নভেম্বর দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাবনার সুজানগর উপজেলার ১০ ইউপি নির্বাচন। আসন্ন ঐ নির্বাচনে চেয়ারম্যান পদে ১০ ইউনিয়নে ১০জন প্রার্থীকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রদান করা হয়েছে। এদের মধ্যে তিনজন নতুন এবং ৭জন বিগত টার্মে নির্বাচিত পুরাতন প্রার্থী রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এক সভায় তাদের মনোনয়ন প্রদান করা হয়। নির্বাচনে যে সকল প্রার্থী দলীয় মনোনয়ন পেয়েছেন তারা হলেন তাঁতীবন্দ ইউনিয়নে মোঃ আব্দুল মতিন মৃধা (পুরাতন), দুলাই ইউনিয়নে মোঃ সিরাজুল শাহজাহান (পুরাতন), আহম্মদপুর ইউনিয়নে মোঃ কামাল হোসেন (পুরাতন), রানীনগর ইউনিয়নে জিএম তৌফিকুল আলম পিযূষ (পুরাতন), সাগরকান্দী ইউনিয়নে মোঃ শাহীন চৌধুরী (পুরাতন), সাতবাড়ীয়া ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা এসএম শামছুল আলম (পুরাতন), ভায়না ইউনিয়নে মোঃ আমিন উদ্দিন (পুরাতন), মানিকহাট ইউনিয়নে মোঃ শফিউল ইসলাম (নতুন), হাটখালী ইউনিয়নে মোঃ আব্দুর রউফ (নতুন) ও নাজিরগঞ্জ ইউনিয়নে মোঃ আব্দুস সাত্তার প্রামাণিক (নতুন)। দলীয় মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় প্রার্থীরা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন আমরা নির্বাচনে জয় লাভ করতে পারলে আওয়ামী লীগকে তৃণমূল পর্যায়ে সংগঠিত করে বাংলাদেশ আওয়ামী লীগ তথা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো।