এএফএম মমতাজুর রহমান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আজ বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজুর শ্বশুর মরহুম মোশাররফ হোসেনের ১১ তম মৃত্যু বার্ষিকী। ২০১০ সালে এই দিনে (১৩ নভেম্বর) উপজেলার সান্তাহার পৌর শহরের সাঁতাহার মহল্লায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারনে তিনি মৃত্যুবরণ করেন। তিনি ছাতিয়ানগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন এবং ১৯৮৫ সালে ২৫ মে প্রথম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
মরহুমের মেয়ে বগুড়া জেলা পরিষদের সদস্য মঞ্জু আরা বেগম ও ছেলে আওয়ামীলীগ নেতা মনোয়ার জাহিদ রোকন জানান, বাবার মৃত্যু বার্ষিকী উপলক্ষে সাঁতাহার মহল্লায় নিজ বাড়িতে আজ শনিবার বাদ জোহর তার আত্মর মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।