কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।
বাড়ির পাশে খাল পাড়ে খেলতে গিয়ে খালের পানিতে ডুবে জিসান নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের পূর্ব রজপাড়া গ্রামে বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটেছে। নিহত জিসান একই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
নিহত শিশুর ফুফা আবুল হোসেন জানান, ঘটনার দিন সকালে বাড়ির পাশে প্রতিবেশী শিশুদের সাথে খেলা করতে ছিলো জিসান। এ সময় সবার অগোচরে খালের পানিতে পড়ে যায় জিসান। প্রায় এক ঘন্টা পর জিসানকে না দেখে পরিবারের সদস্যরা খোঁজাখুজির এক পর্যায়ে খালে ভাসমান অবস্থায় দেখতে পায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
##