মোস্তাকিম হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা সীমান্ত ঘেঁষা অবস্থিত ১নং বাগজানা ইউনিয়নের ২নং ওয়ার্ড কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। রবিবার বিকেলে চৌমুহণী মোড়ের বাজার হাটের সেটে বাগজানা ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক রাসেল কবীরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি এ্যাডভোকেট ফিরোজা চৌধুরী (পিপি)।
এসময় উপস্থিত ছিলেন বাগজানা ইউনিয়ন আ.লীগের সভাপতি ইউনুস আলী মন্ডল, সাঃ সম্পাদক হাফিজুর রহমান, জেলা কৃষকলীগের যুগ্ন-সম্পাদক প্রভাষক গোলাম আহম্মেদ চৌধুরী বাদশা, উপজেলা কৃষকলীগের যুগ্ন-আহবায়ক আব্দুল আলিম বাবুল, খলিলুর রহমান ও সুভাস চন্দ্র, বাগজানা ইউনিয়ন হ্যালো ছাত্রলীগের সভাপতি রাশিদুল ইসলাম সহ আ.লীগের সহযোগি সংগঠনের নেতাকর্মিরা।
অনুষ্ঠানের সম্মেলন পর্বে উপস্থিত সকলের সর্মথনে বাগজানা ইউনিয়নের ২নং ওয়ার্ড বাংলাদেশ কৃষকলীগের সভাপতি/সম্পাদক সহ মোট ৫১ সদস্যের কমিটি আগামী ৩ বছরের জন্য গঠন করা হয়। উক্ত কমিটির সভাপতি সুমন হোসেন ও সাধারন সম্পাদক মতিয়ার রহমান বকুল নির্বাচিত হয়।