মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ফাইনাল কাল। এবার নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে ক্রিকেট বিশ্ব। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের স্মৃতি ফিরিয়ে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
সমীকরণে, এর আগে টি-টোয়েন্টির ছয় বিশ্বআসরে একবারও শিরোপা ছুয়ে দেখা হয়নি অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের। ২০১০ এ যদিওবা ফাইনাল খেলার অভিজ্ঞতা আছে অজিদের, কিন্তু কিউইরা এবারই প্রথম।
ফাইনালের আগে ব্ল্যাকক্যাপ শিবিরে রয়েছে দুঃসংবাদ। ইনজুরিতে ছিটকে গেছেন ডেভন কনওয়ে। সেমি ফাইনালে আউট হবার পর ব্যাটে ঘুষি মেরে আঙুল ভেঙেছেন এই কিউই কিপার। তার জায়গায় খেলার সুযোগ আছে টিম সেইফার্টের। সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না অল রাউন্ডার মার্ক চ্যাপম্যানেরও। এমনটা হলে উইকেটের পিছনে দাড়াতে পারেন গ্লেন ফিলিপস। এদিকে ফুল স্ট্রেন্থ নিয়েই কাল মাঠে নামবে অস্ট্রেলিয়া। সূত্রঃ এবিএন