মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: হালে বলিউডে শুধু বিয়ের গুঞ্জন। রণবীর কাপুর-আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফ-ভিকি কুশলের পর কয়েক দিন আগে সেই তালিকায় যুক্ত হয়েছিলেন রাজকুমার রাও-পত্রলেখা। তবে গুঞ্জন নয়, সত্যিই গত রাতে বাগদান সেরেছেন রাজকুমার রাও-পত্রলেখা। সামাজিক পাতায় তাদের বাগদানের ভিডিও ভাইরাল।
টাইমস অব ইন্ডিয়া, বলিউড বাবলসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের খবর, শনিবার রাতে বাগদান সেরেছেন রাজকুমার রাও ও পত্রলেখা। শিগগিরই তাদের বিয়ে হবে চণ্ডীগড়ে। বাগদান অনুষ্ঠানে সাদা পোশাক পরেছিলেন দুজনই। হাঁটু মুড়ে পত্রলেখাকে বিয়ের প্রস্তাব দেন রাজকুমার। পরে তারা আংটিবদল করেন।
বাগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ যুগলের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যরা। নির্মাতা ফারাহ খান ও অভিনেতা সাকিব সেলিমও উপস্থিত ছিলেন।
রাজকুমার ও পত্রলেখার বাগদান অনুষ্ঠান হয় নয়া চণ্ডীগড়ের ওবেরয় সুখবিলাস স্পা রিসোর্টে। এবার ভক্তরা তাদের স্বামী-স্ত্রীরূপে দেখার জন্য উদগ্রীব।
২০১৪ সালে ‘সিটিলাইটস’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন পত্রলেখা। প্রথম সিনেমার জন্য স্ক্রিন অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন। এ ছাড়া ‘লাভ গেমস’, ‘নানু কি জানু’ সিনেমায় দেখা গেছে তাকে।
রাজকুমার ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাভ সেক্স অউর ধোকা’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। এর পর ‘গ্যাং অব ওয়াসিপুর’, ‘কাই পো চে’, ‘শহিদ’, ‘আলীগড়’, ‘বেরেইলি কি বারফি’, ‘নিউটন’, ‘স্ত্রী’ প্রভৃতি সিনেমায় দেখা গেছে তাকে। বর্তমানে একাধিক সিনেমা নিয়ে ব্যস্ত তিনি। সূত্রঃ এবিএন