শ্রীমঙ্গল মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার জেলা সড়ক উন্নয়ন প্রকল্প (সিলেট জোন) এর আওকায় কুলাউড়া-শমশেরনগর সড়কে ৩০০ মিটার আরসিসি সড়ক, একটি পিসি গার্ডার সেতু ও ১৩টি কাভার্ড নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন ও আলোচনা অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য ড. মো. আব্দুস শহীদ এমপি।
এসময় অনুষ্টানে বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত প্রদান প্রকৌশলী সওজ সড়ক জোন সিলেট এর তুষার কান্তি শাহা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সওজ সড়ক সার্কেল মৌলভীবাজার এর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নির্বাহী প্রকৌশলী সওজ মৌলভীবাজার এর মো. জিয়া উদ্দিন। কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আশেকুল হকের সভাপতিত্বে অনুষ্টানে অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ, আওয়ামীলীগের সাবেক সভাপতি মোসাদেক আহমদ মানিক, আওয়ামীলীগের সহ সভাপতি জনাব ফজলুল হক বাদশা, দূর্নিতি প্রতিরোধ কমিটি সভাপতি জনাব ইমতিয়াজ আহমদ বুলবুলসহ বিভিন্ন ইউনিয়ের চেয়ারম্যান বৃন্দ, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।