ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মুকুটহীন সম্রাট সর্বজন শ্রদ্বেয় বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সাবেক গন পরিষদের সদস্য মুক্তিযুদ্ধের সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, সাবেক গণপরিষদ সদস্য,রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্ল্যাহ্ সোহরাওয়ার্দ্দী স্যারের মৃত্যুবার্ষিকীতে সর্ব স্তরের মানুষ জানিয়েছে বিনম্র শ্রদ্ধা। আজ ৪ঠা নভেম্বর ২০২১ইং মরহুম আব্দুল্লাহ সোহরাওয়ার্দী স্যারের ২৬তম শাহাদাত বার্ষিকীতে উপজেলা পরিষদের আয়োজনে বৃহস্পতিবার দুপুর ২ঘটিকায় সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে তাসনিম এর সভাপতিতে সভাকক্ষে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, মরহুম আব্দুল্লাহ সোহরাওয়ার্দী স্যারের কনিষ্ঠ পুত্র ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি, ভাইস চেয়ারম্যান আশিকুর ইসলাম সাবু, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন বেগম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডঃ যোবাইদুল করিম,সমবায় কর্মকর্তা শাহ আলম,উপস্তিত ছিলেন, মর্হুম আব্দুল্লাহ সোহরাওয়ার্দ্দী স্যারের ঘনিষ্ঠ সহচর আবুল কালাম আজাদ,আওয়ামীলীগের সভাপতি আব্দুল সালাম চাষী, যুবলীগের আহবায়ক কুমোদ রঞ্জন সরকার, উপজেলা মসজিদের খতিব আখলাক, রাজারহাট মডেল প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হাকিম সবুজ, সাধারণ সম্পাদক রেজা,যুগ্ন সম্পাদ হামিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা সহ প্রচার সম্পাদক মকবুল হোসেন, রাজারহাট প্রেস ক্লাবের সম্পাদক আসাদুজ্জামান আসাদ সহ জনসাধারণত ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।