শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: লোকালয় থেকে বিষাক্ত একটি শঙ্খিনী সাপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। লুপ্তপ্রায় শঙ্খিনী সাপটিকে কমলগঞ্জ উপজেলার তিলকপুর গ্রামের এডভোকেট দিপু বাবুর বাড়ি থেকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বন বিভাগের সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র, এফজি সুব্রত সরকার, ও তাজুল ইসলামের সহায়তায় সাপটি উদ্ধার করেন। উদ্ধারের পর লুপ্তপ্রায় হলুদ ও কালো রঙের অপরুপ সুন্দর বিষাক্ত সাপটিকে লাউয়ছড়া রেসকিউ সেন্টারে রাখা হয়েছে। আজ শুক্রবার সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল।