শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভায় শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যদিয়ে রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোট মেশিন (ইভিএম) এর মাধ্যমে চলছে ভোট গ্রহণ। একটানা বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। তবে ৪টার পর ভোট কেন্দ্রের ভেতরে লাইনে ভোটারের উপস্থিতি থাকলে ৪ টার পরও ভোট নেওয়া হবে বলে জানিয়েছেন, জেলা নির্বাচন অফিসার মো. আলমগীর হোসেন। সকালে পৌরসভার ৯টি ভোট কেন্দ্র পরিদর্শন করে দেখা যায়, নারী পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন। একটি কেন্দ্রে গিয়ে দেখা যায়, আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক ও স্বতন্ত্র (নারকেলগাছ) প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র মো. মহসিন মিয়া মধু একে অন্যের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন। দুই হেবিওয়েট প্রার্থীর এমন সৌহার্দপুর্ণ পরিবেশ দেখে সাধারণ ভোটারা আনন্দিত। দুই প্রার্থীই ভোটের শান্তিপূর্ণ পরিবেশ দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন। শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক ( অপারেশন) নয়ন কারকুন বলেন, ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে শ্রীমঙ্গল থানা পুলিশ, র্যাব, বিজিবি সহ ভ্রাম্যমাণ আদালত মাঠে সক্রিয় রয়েছে। শ্রীমঙ্গল পৌরসভায় মোট ভোটার রয়েছেন ২০ হাজার ৯৯ জন, এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ২০৪ জন, আর নারী ভোটার রয়েছেন ৯ হাজার ৮৯৫জন।