মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরের সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে নিজেদের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ। সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ শ্রীলঙ্কার কাছে ম্যাচটি একেবারেই নিয়মরক্ষার। সেই ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
গ্রুপ-১ থেকে সেমিফাইনাল দৌঁড়ে টিকে থাকতে হলে এ ম্যাচে ক্যারিবিয়দের সামনে জয়ের কোন বিকল্প নেই, পরাজয় মানেই টুর্নামেন্ট থেকে বিদায় নেয়া। পক্ষান্তরে আগের তিন ম্যাচে পরাজিত লঙ্কানদের এ ম্যাচ থেকে কিছুই পাওয়ার নেই। সূত্রঃ এবিএন