মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: আক্রমণভাগ গোল পাচ্ছে না, বার্সেলোনার চলমান সংকটের পেছনে এর দায় আছে বেশ। এ সমস্যার সমাধান পেতেই কোচ জাভি হার্নান্দেজ এবার দলে পেতে চান রিভারপ্লেটের আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান অ্যালভারেজকে।
স্প্যানিশ ও আর্জেন্টাইন সংবাদ মাধ্যম জানাচ্ছে, ২১ বছর বয়সী এই ফরোয়ার্ডকে পেতে আগামী সোমবারই রিভারপ্লেট সভাপতির সঙ্গে দেখা করবেন দলটির প্রতিনিধিরা।
চলতি চ্যাম্পিয়ন্স লিগে ছয় ম্যাচ খেলে গোল করেছে মাত্র দুটো। লুইস সুয়ারেজের পর লিওনেল মেসিকেও ছেড়ে দিয়ে বার্সেলোনা রীতিমতো গোলখরাতেই পড়ে গেছে। সে সমস্যা সমাধানেই হন্যে হয়ে স্ট্রাইকার খুঁজছে বার্সেলোনা।
ইতালীয় সংবাদ মাধ্যমের খবর, তাকে দলে ভেড়াতে ইতোমধ্যেই প্রতিনিধি পাঠিয়ে দিয়েছে ইন্টার। এবার তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বী হিসেবে যোগ দিল বার্সা।
সূত্রঃএবিএন