মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: সমাজসেবা অধিদপ্তরের তৃতীয় শ্রেণির সমাজকর্মী (ইউনিয়ন) স্থায়ী রাজস্ব পদে প্রার্থীদের স্থগিত হওয়া লিখিত পরীক্ষা ২৪ ডিসেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবার কথা থাকলেও এই পরীক্ষা স্থগিত করা হয়েছে। গত ২৭ সেপ্টেম্বরও এই পরীক্ষা স্থগিত করা হয়েছিল।
সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (গ্রেড-১) নূরুল বাসির স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগেও কয়েক দফা পরীক্ষার তারিখ দিয়েও পরীক্ষা বাতিল করা হয়েছে।
২৪ ডিসেম্বর বেলা তিনটায় ঢাকা সিটি, কেরানীগঞ্জ, সাভার, ধামরাই, টঙ্গী, গাজীপুর ও নারায়ণগঞ্জে এ পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা ছিলো
সূত্রঃ এবিএন