এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস-২০২১ উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা কমপ্লেক্স হলরুমে এ আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইউএনও রাশিদা আক্তারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা আজিজুর রহমান, সহ-সভাপতি আহসান হাবীব, সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক, সদস্য বাবু মনোরঞ্জন রায়, সবিতা আক্তার প্রমুখ।