এএফএম মমতাজুর রহমান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ
চোলাই মদ তৈরির দায়ে বগুড়ার আদমদীঘিতে ৬জনকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যামন আদালত। গতকাল সোমবার ২৭ (ডিসেম্বর) ভোরে উপজেলার ছাতিয়ানগ্রামের ইসবপুর গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেন। উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায় তাদের দ- প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলো; উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির ইসবপুর গ্রামের মৃত বাবলু পাহানের ছেলে উজ্জ্বল পাহান (২৫) ও সুজ্জল পাহান (২৩), একই গ্রামের মৃত রুঘু পাহানের ছেলে বিচিত্রা পাহান (৩৫), লণ পাহানের ছেলে সৌখিন পাহান (২৮), নলকু পাহানের ছেলে সমরা পাহান (৫০), আকালু পাহানের ছেলে বিশ্বনাথ পাহান (৩২)। এদের প্রত্যাকের দুই দিনের জেল ও এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক নাজিম উদ্দীন।