
রবিউল ইসলাম রাজ, বিশেষ প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় ক্যান্সার,কিডনি,লিভার সিরোসিস,স্ট্রোকে প্যারালাইজড,জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে রোগীদের হাতে হাতে এ চেক তুলে দেয়া হয়েছে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক আব্দুল মোতালেব সরকার,বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অনিল চন্দ্র বর্ম্মন,নীলফামারী জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এমদাদুল হক প্রামাণিক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম প্রমূখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল। মোট ৩৪ জন রোগীর মাঝে এ চেক তুলে দেওয়া হয়েছে বলে জানায় উপজেলা সমাজসেবা অফিস।