
জানে আলম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ প্রতিনিধিঃ ‘নারী নির্যাতন বন্ধ করি,কমলা রঙের বিশ্ব গড়ি,’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ৯ ডিসেম্বর সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বালিয়াডাঙ্গীতে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভা অনুষ্ঠানে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মুহা. যোবায়ের হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আবু বেলাল সিদ্দিক।
এসময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মীনী বালিয়াডাঙ্গী লেডিস্ ক্লাবের সভাপতি মমতাজ মহল,উপজেলা মৎস কর্মকর্তা আবুল কালাম আজাদ,উপজেলা প্রেস ক্লাবের সভাপতি রাজিউর রহমান,প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিউল আলম ও বালিয়াডাঙ্গী জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক জানে আলম প্রমুখ।
বক্তারা সবাই নারী নির্যাতন প্রতিরোধে কাজ করার জন্য উপস্হিত সকলকে কে উৎসাহ প্রদান করেন।
এসময় বিভিন্ন সামাজিক সংগঠন,মুক্তিযোদ্ধা, স্কুল – কলেজের শিক্ষক / ক্লাবের ছাত্রী বৃন্দ সহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।