জানে আলম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
আন্তর্জাতিক সেবা সংস্থা গ্লোবাল রিলিফ ট্রাষ্ট (GRT) দীর্ঘ দিন যাবৎ দেশে- বিদেশে সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
GRT শিক্ষা, স্বাস্থ,চিকিৎসা, সুপেয় পানির ব্যবস্থা,এতিম ভাতা,বিধবা ভাতা, খাদ্য সামগ্রী বিতরন, , মসজিদ,মাদ্রাসা, অযুখানা, ছানি অপারেশনের ক্যাম্প স্হাপন ,শীতবস্ত্র বিতরণের পাশাপাশি অসহায় দরিদ্রের ঘর নির্মাণ,আত্মনির্ভরশীলতা ও জীবিকা উপার্জনের জন্য খামার, সেলাই মেশিন, রিক্সা, সি এন জি, ভ্যান ইত্যাদি বিতরনের মাধ্যমে সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়নের জমিরিয়া ইহইয়াউল উলূম মাদ্রাসা মাঠে পাঁচশত অসহায়, দুঃস্থ ও দরিদ্র মানুষের মাঝে উন্নত মানের ভারী চায়না মকম্মল কম্বল বিতরণ করা হয়।
উক্ত বিতরণ অনুষ্ঠানে জমিরিয়া ইহইয়াউল উলূম মাদ্রাসার প্রতিষ্ঠাতা
মুফতি শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জি আর টি সংস্থার প্রকল্প প্রধান প্রতিনিধি আতিকুর রহমান,
জি আর টির প্রতিনিধি সদস্য মোহাম্মদ বেলাল উদ্দিন, আবু হাসান দীপু সাঈদ,মুহাম্মদ আফরোজ মিয়া, ফয়সাল উদ্দীন,
খয়সর আহম্মেদ আলী ও ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির পরিচালক মিসবাহুল হক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ও আবদুল্লাহ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কম্বল পেয়ে শীতের ছোঁয়ায় শীতার্ত মানুষজন জি আর টির প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানায়।