রবিউল হক রতন, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে নাট্য সমিতির কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি ,জেলা আওয়ামীলীগের কার্যকরি কমিটির সদস্য ও ডোমার পৌর সভার সাবেক প্যানেল মেয়র এনায়েত হোসেন নয়ন এর রোগ মুক্তি কামনায় দোওয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ডিসেম্বর) সন্ধায় ডোমার নাট্য সমিতি মিলনায়তনে এই দোওয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।এসময় ডোমার মহিলা কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, নাট্য সমিতি মিলনায়তনের সাধারন সম্পাদক ও প্রেসকাবের সভাপতি আসাদুজ্জামান চয়ন,অর্থ সম্পাদক মাসুদ বিন আমিন সুমন, মহিলা সম্পাদিকা আরমিন আক্তার জাহান ও ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন অর রশিদ হারুন প্রমুখ বক্তব্য রাখেন।আলোচনা সভায় দোওয়া মাহফিল পরিচালনা করেন চিকন মাটি পুরাতন জামে মসজিদের খতিব মাওলানা মোঃ তছলিম উদ্দিন।
উল্লেখ্য থাকেযে আগামী ৩রা ডিসেম্বর শুক্রবার সন্ধায় তার মস্তিস্কে রক্ত ক্ষরণ হয় এবং ৪ডিসেম্বর রাতেই ঢাকা ল্যাবএইড হাসপাতালে অস্ত্রোপাচার করা হয়েছে। বর্তমান তিনি ঢাকা ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারই আরোগ্য কামনায় এই দোওয়া মাহফিল।