মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: চিত্রনায়িকা পরীমনি আদালতে হাজির হয়েছেন। আজ বুধবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৯-এ হাজির হন তিনি। এ দিন সাভার মডেল থানায় পরীমনিকে মারধর, হুমকি ও যৌন হয়রানির অভিযোগের মামলায় অভিযোগপত্র গ্রহণ শুনানি অনুষ্ঠিত হবে।
পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ বুধবার সকাল ১০টায় পরীমনি ট্রাইব্যুনালে এসেছেন। এদিন অভিযোগপত্র গ্রহণের শুনানি অনুষ্ঠিত হবে। একই সঙ্গে আসামিরাও আদালতে হাজির হওয়ার দিন ধার্য রয়েছে। এ মামলায় শহিদুল আলম নামে এক আসামি পলাতক রয়েছেন।
এর আগে সোমবার (৬ সেপ্টেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট জমা দেন।
এর আগে গত ১৪ জুন ধর্ষণ-হত্যা চেষ্টার অভিযোগে নাসির উদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে এবং চারজনকে অজ্ঞাত আসামি করে পরীমনি সাভার থানায় মামলা করেন। এরপর বিষয়টি নিয়ে তৎপর হয় পুলিশ। পরীমনির মামলার পরিপ্রেক্ষিতে গত ১৫ জুন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমিসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়।