সোহেল সানী: ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত হবে সকল জনগণ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও তথ্য ও প্রযুক্তি বিভাগের সহযোগীতায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে।
আজ রবিবার উপজেলা হলরুমে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাশিদ কায়সার রিয়াদের সভাপতিত্বে আলোচনা সভায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অালহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক।
এসময় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অামজাদ হোসেন, ভাইসচেয়ারম্যান আমিরুল মোমিনীন ও রুকশানা বারি রুকু প্রমুখ। উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরাসহ উপজেলার বিভিন্ন স্তরে সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতৃত্ব প্রদানকারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।