পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : “বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিকতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ২ দিন ব্যাপি বিজ্ঞান মেলা আজ রবিবার বেলা ১ টায় দিনাজপুরের পার্বতীপুরে স্থানীয় জ্ঞানাঙ্কুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নাসিদ কায়সার রিয়াদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব হাফিজুল ইসলাম প্রামানিক। আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) প্রিতম সাহা, ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল হক প্রধান, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার বিভাষ চন্দ্র বর্মন, পার্বতীপুর আদর্শ কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সমোরতোজা আলী শাহ্্, পার্বতীপুর সরকারী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তারুল আলম সহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ। এ বিজ্ঞান মেলায় ১০টি শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীরা স্টল দিয়ে তাদের উদ্ভাবনী প্রজেক্ট সমূহ উপস্থাপন করেন।