মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: পার্বতীপুরে মটর সাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে পার্বতীপুর খোলাহাটি ক্যান্টপাবলিক স্কুল এন্ড কলেজের এইস এস সি পরিক্ষার্থী। সোমবার রাত ১০টায় পার্বতীপুর-রংপুর সড়কের পার্বতীপুর উপজেলা এলাকার রাখালপীরের মাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
পার্বতীপুর মডেল থানা সূত্রে জানা গেছে, পার্বতীপুর খোলাহাটি ক্যান্টপাবলিক স্কুল এন্ড কলেজের তিন ছাত্র ফিরোজ (১৮), আবু রায়হান(১৮) ও শাকিল (১৮) একই মটর সাইকেল যোগে হিলি থেকে খোলাহাটি ফেরার পথে মোড় ঘুরতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই চালক ফিরোজ মৃত্যু বরন করে। অন্য দুজন গুরুতর আহত হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। ফিরোজ ঠাঁকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলাধীন রঘুনাথপুর সরকারপাড়া গ্রামের হযরত আলীর পুত্র। সে খোলাহাটি মেসে থেকে ক্যান্টপাবলিক স্কুল এন্ড কলেজে লেখাপড়া করতো।