ফুলবাড়ী( কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ২৪.১২.২১
কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় গাঁজা পরিবহনের সময় মোটরসাইকেল ও সাড়ে ৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার বিলুপ্ত ছিটমহল দাশিয়ার ছড়ার কামালপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম হাছেন আলী(৪০)। তিনি জেলার নাগেশ্বরী উপজেলার দক্ষিণ রামখানা গ্রামের জয়নাল হোসেনের ছেলে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সারওয়ার পারভেজ জানান, আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।