শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতনিধি: আগামীকাল রোববার ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলায় ১২ টি ও রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্টিত হবে। শনিবার দুপুর থেকে নির্বাচন কার্যালয় থেকে ২টি উপজেলার ১৯১টি কেন্দ্রের ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ সকল নির্বাচনী সরঞ্জাম পুলিশ ও আনসার সদস্যদের মাধ্যমে প্রেরণ করা হয়। রির্টানিং কর্মকর্তার তত্বাবধানে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিস থেকে প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার হাতে এসব নির্বাচনী সরঞ্জাম তুলে দেয়া হয়। নির্বাচন অফিস সুত্রে জানা যায়, সদর উপজেলার ১২টি ইউনিয়নে ভোটার সংখ্যা ২ লাখ ৯ হাজার ১৬৯ জন ও রাজনগর উপজেলার ৮ ইউনিয়নে ভোটার সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৭০১ জন। মৌলভীবাজার সদর উপজেলায় ১২ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬১ জন, সংরক্ষিত নারী ও সাধারণ সদস্য পদে ৫৬৯ প্রতিদ্বন্ধিতা করছেন। অপরদিকে রাজনগর উপজেলায় ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৩ জন, সংরক্ষিত নারী ও সাধারণ সদস্য পদে ৪২০ জন প্রতিদ্বন্ধিতা করছেন।