শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার জেলা পুলিশ বার্ষিক ফায়ারিং অনুশীলন শুরু করেছে। বুধবার থেকে শ্রীমঙ্গল উপজেলার কালাপুর এলাকায় এ অনুশীলনের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অনুশীলন চলাকালীন স্থানীয়দের অনুশীলন স্থলে না যেতে। এবং অনুশীলনের আশপাশে সতর্কতার সাথে চলা ফেরা করতে। স্থানীদের গৃহপালিত গবাদি পশু যত্রতত্র বিচরণের জন্য না ছাড়ার আহ্বান জানানো হয়। ফায়ারিং অনুশীলন প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এসময় উচ্চ শব্দ শোনে আঙ্কিত না হওয়ার জন্য এলাকার জণসাধারণকে সতর্ক করা হয়। জেলা পুলিশ সুপারের কার্যলয় সুত্র জানায়, ফায়ারিং প্রশিক্ষণটি এ মাসের ১৮ তারিখ পর্যন্ত চলবে।