শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের অভিযানে ৬টি প্রতিষ্টানকে বিভিন্ন অনিয়মের দায়ে ভোক্তা আইনে ১৬ হাজার ৫০০টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৬ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা বাজার তদারকি ও অভিযানে মূল্য তালিকা না রেখে অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে কুসিয়ারা নদীর মূখে অবস্থিত তান্নি ষ্টোরকে ২ হাজার টাকা, কালার বাজারে অবস্থিত সিফত এন্ড সন্সকে ৩ হাজার টাকা, শেখ পান্না ষ্টোরকে ৫ হাজার টাকা, জাকির সুইটসকে ১ হাজার ৫ শত টাকা, হাজী আসকর আলী এন্ড সন্স ভেরাইটিজ ষ্টোরকে ৪ হাজার টাকা, দিলু মিয়া ষ্টোরকে ১ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। ভোক্তা অধিকার নংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে ও র্যাব ৯ এর একটি টিমের সহায়তায় উপজেলার বিভিন্ন হাট-বাজারে তদারকি অভিযান পরিচালিত হয়। সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, আজকের অভিযানে ভোক্তা আইনে ৬ টি প্রতিষ্ঠানকে ১৬ হাজার ৫ শত টাকা জরিমানা ও তা আদায় করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।