
ইব্রাহিম আলম সবুজ,রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ উপলক্ষে উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য ও সাধারন আসনের সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণকে নিয়ে নির্বাচনী আচরন বিধি ও আইন শৃংখলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছ।
রাজারহাট উপজেলা পরিষদের আয়োজনে শনিবার ১১ ডিসেম্বর রাজারহাট সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক রেজাউল করিম,
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কুমার রায় জেলা নির্বাচন অফিসার
সভায় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা প্রমূখ।