শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কৃতি সন্তান মাল্টা, আলবেনিয়া ও গ্রীসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদ-কে মৌলভীবাজারে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মৌলভীবাজার পৌরসভার প থেকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান । মৌলভীবাজার পৌসভার মেয়র মো. ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্টানে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।