শ্রীমঙ্গল মৌলভীবাজার প্রতিনিধি: শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় শ্রীমঙ্গলস্থ আবহাওয়া অফিস এ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস সুত্রে জানা যায়, এর আগে সোমবার ও মঙ্গলবার টানা দুই দিন সর্বনিম্ন তাপমাত্রাও ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। গতকাল আকাশ পরিস্কার থাকলেও আজ বুধবার সকাল থেকে আকাশ মেঘলা ছিল। শ্রীমঙ্গল আবহাওয়া অফিস জানায়, জানুয়ারীর প্রথম সপ্তাহে এঅঞ্চল দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে কনকনে বাতাসে শীতের তিব্রতা বেড়েই চলেছে। এ অবস্থায় নি¤œ আয়ের মানুষ ও চা বাগানের কয়েক লক্ষাধিক চা শ্রমিক দূর্ভোগে পড়েছেন।