সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ পাবনার সুজানগরের চরদুলাই গ্রামের আব্দুর রশিদের বাড়িতে এক ভয়াবহ অগ্নিকা- সংঘটিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে ঐ অগ্নিকা- সংঘটিত হয়। আগুনে ৬টি ঘর, ঘরে থাকা মালামাল এবং নগদ টাকা ভস্মিভূত হওয়া ছাড়াও অগ্নিদগ্ধ হয়ে একটি গরুর মৃত্যু হয়েছে।
সুজানগর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে উক্ত রশিদের চুলার আগুন থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয়। প্রায় ঘন্টা ব্যাপী চলা অগ্নিকা-ে রশিদ এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের ৪টি বসত ঘর, ২টি রান্না ঘর, ঘরে থাকা ধান, চাল, আসবাবপত্র ও নগদ ১০ হাজার টাকা ভস্মিভূত হয়। এ সময় অগ্নিদগ্ধ হয়ে উক্ত রশিদের আরো একটি গরুর মৃত্যু হয়। খবর পেয়ে এলাকাবাসী ও স্থানীয় দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ১০ল টাকার তিসাধন হয়েছে বলে তিগ্রস্ত পরিবারের দাবি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা অগ্নিকা-ের বিষয় নিশ্চিত করে বলেন আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল ও কম্বল বিতরণ করা হয়েছে।