এএফএম মমতাজুর রহমান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নব ঘোষিত কমিটিতে রাজন কান্তি দাসকে সভাপতি এবং রাফিউল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়াও সহ-সভাপতি পদে সজীবুর রহমান, শাহিন হোসাইন শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাফিন সাদিক মাহিম, অর্জুন রায়, সাংগঠনিক সম্পাদক রাদিত রহমান ইরাম, জোবায়ের হাসান সাদিক দায়িত্ব পেয়েছেন। সোমবার রাত সাড়ে ৮ টায় জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস ও সাধারণ সম্পাদক অসীম কুমার রায় স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।