জিল্লুর রয়েল, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার দামরুল বালিকা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন, নবনির্মিত ভবন উদ্বোধন, বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় দামরুল বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুল ইসলাম বেনজিরের সভাপতিত্বে এ অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বগুড়া পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ মো. আলহাজ শেখ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোশারফ হোসেন, নন্দীগ্রাম প্রেস কাবের সভাপতি নাজমুল হুদা, উপজেলা যুবলীগের সহসভাপতি এমআর জামান রাসেল, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিক ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শুভ আহমেদ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক আব্দুল মজিদ।