মুক্তিনিউজ২৪.কম ডেস্কঃ উৎসবমুখর পরিবেশে নোয়াখালী পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে আজ রোববার। সকাল ৮টা থেকে শুরু হয় এই ভোটগ্রহণ। যা চলবে বিকাল ৪টা পর্যন্ত।
পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩৪টি কেন্দ্রে একটানা ভোট গ্রহণ চলছে।
এই ৩৪টি কেন্দ্রের মধ্যে সবগুলোকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য মতে, পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩৪টি কেন্দ্রে ৭৫ হাজার ৭২৬ জন ভোটার আছেন। এর মধ্যে ৩৭ হাজার ৪০১ পুরুষ এবং ৩৮ হাজার ৩২৫ জন নারী ভোটার।
এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল আলম বলেন, ‘ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর। সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ৭৭৮ জন পুলিশ, ৩০৬ জন আনসার, ৬০ জন বিজিবি, ১৬ জন র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।
এ ছাড়া, পুলিশের মোবাইল টিম, গোয়েন্দা, সাদা পোশাকের পুলিশ, র্যাব মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।