
তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬
সোমবার, ০৪ জুলাই ২০২২, ০৬:৩০ পূর্বাহ্ন
নৌকার মটরসাইকেল শোডাউনে ভিডিও ধারনের সময় কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে সমর্থকের মৃত্যু
-
প্রকাশ
রবিবার, ২ জানুয়ারী, ২০২২, ৩.৩২ পিএম
-
২৮
বার ভিউ হয়েছে

এএফএম মমতাজুর রহমান
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে নৌকা মার্কার মটরসাইকেল শোডাউনে গিয়ে ভিডিও ধারনের সময় কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে নিতিশ চন্দ্র (৪২) নামের এক সমর্থকের মৃত্যু হয়েছে। নিহত নিতিশ উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কামারপুর গ্রামের জ্যোতিষ চন্দ্রের ছেলে। রবিবার সন্ধ্যায় এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
পুলিশ জানায়, বরিবার দুপুরে উপজেলার চাঁপাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নৌকা মার্কার প্রার্থী অ্যাডভোকেট শামসুল হক প্রায় ১৫০টি মটরসাইকেল নিয়ে নির্বাচনি এলাকায় শোডাউনের জন্য বের হয়। শোডাউন চলাকালে নিতিশ একটি মটরসাইকেলের পিছনে বসে শোডাউনের ভিডিও ধারন করছিল। শোডাউনটি ইউপির বড় ঝাঁকইর তিনমাথা এলাকায় পৌঁছলে অপরদিক থেকে একটি কাভার্ডভ্যান আসছিল। এসময় রাস্তার পাশে রাখা বালুর উপর মটরসাইকেলটি উঠে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর কাভার্ডভ্যানের সাথে নিতিশ ধাক্কা খেয়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার জানান, খবর পেয়ে ঘাতক কাভার্ডভ্যান আটক করা হয়। তবে চালক বা হেলপারকে আটক করা সম্ভব হয়নি। নিতিশের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শেয়ার করুন
এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2022 Muktinews24.com
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.muktinews24.com কর্তৃক সংরক্ষিত.