সুমন কর্মকার, ফকিরহাট (বাগেরহাট) : বাগেরহাটের ফকিরহাটে ধর্ষনচেষ্টা মামলার আসামি মুজিবর বেহারী (৫৫) কে গ্রেফতার করেছে ফকিরহাট মডেল থানা পুলিশ। সোমবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পিলজংগ ইউনিয়নে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়। সে ঐ এলাকার মাহাতাব বেহারার ছেলে। জানাযায়, বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) রাত সাড়ে ৯টার দিকে ভুক্তভোগীর স্বামী কাজে বাহিরে থাকায় আসামী মুজিবর বেহারা হঠাৎ তার ঘরে প্রবেশ করে ভুক্তভোগীর মুখ চেপে ধরে ধর্ষনের চেষ্টা করে এবং তার কুপ্রস্তাবে রাজি না হলে ভুক্তভোগীর শিশু সন্তানকে গলা চেপে মেরে ফেলবে বলে হুমকি দিতে থাকে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে আসামী মুজিবর দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ১৪ জানুয়ারি ভুক্তভোগী নিজেই বাদী হয়ে ধর্ষন চেষ্টার অভিযোগে ফকিরহাট মডেল থানায় মামলা দায়ের করেন। যার নং-১৪, তাং ১৬/০১/২০২২। এ ব্যাপারে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খায়রুল আনাম জানান, এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে মামলা দায়ের করেন। এবং আমরা দ্রুত সময়ে আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছি।