শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: জেলার শ্রীমঙ্গল উপজেলায় ৯টি ইউপি ও কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে শান্তিপূর্ণ ভোট গ্রহনের পর চলছে ভোট গননার কাজ। বুধবার (৫ জানূয়ারী) পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট প্রয়োগ করেন ভোটাররা। নির্বাচন সুষ্টু করতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা চোখে পড়ে। শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৪ জন, সাধারণ সদস্য পদে ৩৮৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলার ৯টি ইউনিয়নে মোট ভোটার ২ লক্ষ ১৪ হাজার ৪৩ জন। মোট ভোট কেন্দ্র ১০০ টি। কমলগঞ্জ উপজেলার ৯ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৩ জন, সাধারণ সদস্য পদে ৩২৭ জন ও নারী সদস্য পদে ১০৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। ৯টি ইউনিয়নে মোট ভোটর ১ লাখ ৮০ হাজার ৯শত ৩৮ জন। মোট ভোট কেন্দ্র ৯৫টি।