শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারে করোনাভাইরাসের বিস্তার রোধে জনসচেতনতামূলক প্রচারণার পাশাপাশি চলমান রয়েছে ভ্রামামমাণ আদালত পরিচালনা। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) জেলা সদর সহ বিভিন্ন উপজেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় মাস্ক পরিধান না করাসহ স্বাস্থ্যবিধি অমান্য করায় ৯১ ব্যক্তি/ প্রতিষ্ঠানকে ২০ হাজার ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন,সবাইকে সর্তক হওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বলা হল। স্বাস্থ্যবিধি অমান্যকারীগণকে অর্থদন্ড এবং কারাদন্ড প্রদান করা হবে।