
তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬
সোমবার, ০৪ জুলাই ২০২২, ১২:০৪ অপরাহ্ন
লালমনিরহাটে ৭০ বোতল ফেন্সিডিলসহ হাইওয়ে পুলিশ কনস্টবল আটক
-
প্রকাশ
মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২, ১.৩৬ পিএম
-
২৫
বার ভিউ হয়েছে

মোঃলাভলু শেখ, লালমনিরহাট সংবাদাতাঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ৭০ বোতল ফেন্সিডিলসহ হুমায়ুন কবির নামে একজন পুলিশ কনস্টবলকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তিনি হাতীবান্ধা হাইওয়ে থানার কনস্টবল পদে কর্মরত। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ১১ জানুয়ারী কালীগঞ্জ উজেলার কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেট এলাকায় অভিযান চালায় লালমনিরহাট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এ সময় রংপুরগামী একটি মোটর সাইকেল সন্দেহ মূলক ভাবে আটক করা হয়। পরে মোটর সাইকেল ও আরোহী পুলিশ কনস্টবল হুমায়ুন কবিরকে তল্লাশী চালিয়ে ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক হুমায়ুন কবিরের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে লালমনিরহাট মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক খায়রুল বাশার জানান। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে আটক হুমায়ূন কবির হাতীবান্ধা হাইওয়ে থানায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত আছেন মর্মে নিশ্চিত করেছেন উক্ত হাইওয়ে থানার ওসি আব্দুল হাকিম আজাদ।
শেয়ার করুন
এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2022 Muktinews24.com
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.muktinews24.com কর্তৃক সংরক্ষিত.