শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গল র্যাব ৯ শ্রীমঙ্গলস্থ ক্যাম্পের অভিযানে ১৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দেওরগাছ গ্রামের দোকানঘর বাজারের সড়ক থেকে ৮টি প্যাকেটে মোড়ানো অবস্থায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করে অধিনায়ক সিনিয়র এএসপি বসু দত্ত চাকমার নেতৃত্বে র্যাব সদস্যরা। এসময় গাঁজা সহ হাতে নাতে উপজেলার কালিশিরি এলাকার আব্দুর রহিম এর ছেলে মান্নান (৪০) কে আটক করা হয়। আটককৃতের কাছ থেকে ১টি মোটর সাইকেল, ২টি মোবাইলফোন ও ৪টি সিমকার্ড উদ্ধার করা হয়। র্যাব-৯ শ্রীমঙ্গলস্থ সিপিসি-২ এর অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা এ তথ্য নিশ্চিত করে জানান, আটককৃতকে জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানায়। পরে আটকৃতের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।