সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ পাবনার সুজানগরের মানিকহাট বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলের প্রায় ২‘শ জন শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে পাবনা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ওই শীতবস্ত্র বিতরণ করেন। উক্ত স্কুলের প্রতিষ্ঠাতা হাসিবুল কবির মঞ্জুর সভাপতিত্বে এবং বে-সরকারি উন্নয়ন সংস্থা গো-গ্রিন ফাউন্ডেশনের সহযোগিতায় স্কুল চত্বরে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) রবিউল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুজানগর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, মানিকহাট ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম, উক্ত ফাউন্ডেশনের চেয়ারম্যান মাসুদ আশরাফ ও সেক্রেটারী আব্দুল আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উক্ত ফাউন্ডেশনের নির্বাহী সদস্য আতিকুল কবির টিটো। প্রধান অতিথির বক্তৃতায় পুলিশ সুপার মহিবুল ইসলাম খান সমাজের বিত্তবান ব্যক্তিদের জনকল্যাণে কাজ করার পাশাপাশি শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়াবার আহবান জানান।