সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাবার তৈরী এবং বাসি-পচা খাবার জমা রাখার অপরাধে পাবনার সুজানগর পৌর বাজারের দু’টি হোটেলে অভিযান চালিয়ে ৪৫হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এর মধ্যে বাজারের বিশ্বাস হোটেলকে ৩০হাজার টাকা এবং আল মক্কা সুইটস এন্ড বিরানী হাউজকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে তদারকিমূলক অভিযানের অংশ হিসাবে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মোঃ জহিরুল ইসলাম হোটেল দু’টিতে অভিযান চালিয়ে ওই জরিমানা আদায় করেন। এ সময় তার সঙ্গে সুজানগর থানার এসআই মাহমুদুর রশিদসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।