এএফএম মমতাজুর রহমান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে পুলিশ ফাঁড়ির অভিযানে এক নারী মাদক কারবারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৮ ফ্রেবুয়ারি) বিকেলে সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনী বটতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজাসহ ফাতেমা বেগম(৪৮) নামের এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত ফাতেমা উপজেলার ইয়ার্ড কলোনী এলাকার রাহায়ন মন্ডলের স্ত্রী। এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম জানান, উক্ত স্থানে অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক কারকারীকে আটক করা হয়। এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়েরের পর তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।