শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জে মনিপুরি সম্প্রদায়ের চাউবা মেমোরিয়াল মনিপুরি ইন্টেলেকচুয়াল প্রোপার্টি মিউজিয়ামের দেড় দশক পূর্তিতে উৎসব উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপী মিউজিয়াম প্রাঙ্গণে বিভিন্ন অনুষ্টান ও মনিপুরিদের নিজেস্ব সংস্কৃতি প্রদর্শন করা হয়। উৎসব অনুষ্টানে মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনিপুরি সংগ্রহশালা পরিদর্শন করেন। এসময় কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক, সহকারি কমিশনার সোমাইয়া আক্তার, সাংবাদিক আকমল হোনে নিপু, সাংবাদিক পান্না দত্ত ও মনিপুরি সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংগহশালা পরিদর্শন শেষে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন,
ব্যক্তিগত পর্যায়ে অনন্য এই মনিপুরি সংগ্রহশালাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ভবন নির্মাণের সহায়তা চেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সেলের কাছে যথাযথ মাধ্যমে আবেদন করা হবে।